ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

সিঁথির আমি তোমাকে চাই’র মিউজিক ভিডিও প্রকাশ মঙ্গলবার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৮, এপ্রিল ৩০, ২০১৭
সিঁথির আমি তোমাকে চাই’র মিউজিক ভিডিও প্রকাশ মঙ্গলবার আমি তোমাকে চাই’র মিউজিক ভিডিও প্রকাশ মঙ্গলবার

ঢাকা: প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সিঁথি সাহার ‘আমি তোমাকে চাই’ গানের মিউজিক ভিডিও প্রকাশ হবে মঙ্গলবার (০২ মে)। 

এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে (১ম তলা) এক জমকালো অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।

গানটির সুর-সঙ্গীতায়োজন করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।

অগ্নিবীণার প্রযোজনা-পরিবেশনায় ঋক বসু মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন।

অগ্নিবীণার পক্ষ থেকে নাজমুল হক ভূইয়া বলেন, সিঁথি সাহার মিউজিক ভিডিও প্রকাশ অনুষ্ঠানে প্রখ্যাত চিত্রশিল্পী, কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক, গীতিকার, চলচ্চিত্র পরিচালকসহ বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন। সবাইকে আমন্ত্রণ জানাই, সবার উপস্থিতি অনুষ্ঠানকে আরও উজ্জ্বল করে তুলবে।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।