‘আমাদের চলচ্চিত্রকে ভালোবাসুন, প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখুন’— স্লোগান নিয়ে সোমবার (৩ এপ্রিল) বরাবরের মতো তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় চলচ্চিত্র দিবসের আয়োজন করে এফডিসি।
সকাল সাড়ে ১০টায় এফডিসি চত্বরে চলচ্চিত্র দিবসের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
উদ্বোধনী অনুষ্ঠানের পর শোভাযাত্রায় অংশ নেন চলচ্চিত্র জগতের কলাকুশলীরা। চলচ্চিত্র দিবসে অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে আলোচনা, সেমিনার, স্মরণিকা প্রকাশ, লাইভ টক শো, লাল গালিচা সংবর্ধনা, মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, পুতুল নাচ, নাগরদোলা, বায়োস্কোপ ও সাংস্কৃতিক পরিবেশনা।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এসও