ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

বিনোদন

শাড়িতে কেমন লাগছে তাকে?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৭, মার্চ ২৭, ২০১৭
শাড়িতে কেমন লাগছে তাকে? ইরফান খান (ছবি: সংগৃহীত)

অভিনয় দক্ষতার গুণে অনেক আগেই দর্শকদের মন জয় করেছেন ইরফান খান। ছবিতে তার সাবলীল অভিনয় মুগ্ধ করে সকলকে। বিচিত্র সব চরিত্র নিয়ে রূপালি পর্দায় হাজির হয়ে থাকেন বলিউডের এই অভিনেতা।

সম্প্রতি সাকেট চৌধুরী পরিচালিত ‘হিন্দি মিডিয়াম’ ছবির দৃশ্যধারণের কাজ শুরু করেছেন ইরফান খান। ছবিতে একজন শাড়ির দোকানের মালিকের চরিত্রে দেখা যাবে তাকে।

এজন্য নিজের শরীরে শাড়ি জড়িয়েছেন তিনি।

সাকেট চৌধুরী পরিচালিত ‘হিন্দি মিডিয়াম’-এ ইরফানের পাশাপাশি আরও রয়েছেন সাবা কামার, অমৃতা সিং, যশপাল শর্মা, বিজয়কুমার দগরা প্রমুখ। আগামী ১২ মে মুক্তি পাবে ছবিটি।

এ দিকে গুণী এই অভিনেতাকে দেখা যাবে বাংলাদেশের ছবিতে। যৌথ প্রযোজনায় তৈরি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবিটি এই বৈশাখে মুক্তি পাওয়ার কথা।  

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।