ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

বিনোদন

স্ত্রীকে টুইটারে স্বাগত জানালেন শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৭, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
স্ত্রীকে টুইটারে স্বাগত জানালেন শাহরুখ শাহরুখ খান ও গৌরি খান (ছবি: সংগৃহীত)

স্ত্রী গৌরি খানকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে স্বাগত জানালেন বলিউড অভিনেতা শাহরুখ খান।

পেশাজীবনে একজন ইন্টেরিয়র ডিজাইনার গৌরি খান। ভক্তদের সঙ্গে নিজের তৈরি করা সব ডিজাইন এবং ব্যবসা প্রতিষ্ঠানের সকল তথ্য শেয়ার করার জন্য ১৩ ফেব্রুয়ারি নিজের নামে একটি টুইটার অ্যাকাউন্ট খুলেছেন শাহরুখপত্নি।

যেখানে এক বার্তায় তিনি লিখেছেন, বিশ্বের সেরা সব ব্র্যান্ডের ফার্নিচার দিয়ে তৈরি করা আমার ডিজাইন খুব শিগগিরই আপনারা দেখতে পারবেন। ’  

স্ত্রীর টুইটার আগমনে কিং খান তার টুইটারে লিখেছেন, ‘শুরু। ’

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।