ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

রাজদরবারে জ্যোতিকা জ্যোতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৭, নভেম্বর ১৪, ২০১৬
রাজদরবারে জ্যোতিকা জ্যোতি জ্যোতিকা জ্যোতি

রাজকার্য পরিচালনার জন্য সভায় বসেছেন রাজা। উজির-নাজির, পাইক-পেয়াদা, সেনাপতিও আছে। এই রাজদরবারে সাদামাটাভাবে এসেছেন জ্যোতিকা জ্যোতি।

রাজকার্য পরিচালনার জন্য সভায় বসেছেন রাজা। উজির-নাজির, পাইক-পেয়াদা, সেনাপতিও আছে।

এই রাজদরবারে সাদামাটাভাবে এসেছেন জ্যোতিকা জ্যোতি।

নতুন একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে এই দৃশ্য। বিএফডিসির তিন নম্বর শুটিং ফ্লোরে রাজদরবারের সেট নির্মাণ করে বিশাল ক্যানভাসে গত ১১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত তিন দিন এর চিত্রায়ন হয়েছে।

জানা গেছে, বিপিএলে বরিশাল বুলসের টাইটেল স্পন্সর নাহি এসএস পাইপ ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের বিজ্ঞাপনচিত্র এটি। নির্মাণ করেছেন মনির হোসেন জীবন। এর মাধ্যমে দীর্ঘদিন পর পরিচালনায় ফিরেছেন তিনি।

এ বিজ্ঞাপনচিত্রে রাজার ভূমিকায় আছেন মাহমুুদুল ইসলাম মিঠু। এ ছাড়াও অভিনয় করেছেন সুমা। শিগগিরই টিভি চ্যানেলগুলোতে এর প্রচার শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।