ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

মফস্বলের গল্প নিয়ে ‘সোনার পাখি রূপার পাখি’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৫, নভেম্বর ১২, ২০১৬
মফস্বলের গল্প নিয়ে ‘সোনার পাখি রূপার পাখি’

শৈশব-কৈশোরের নস্টালজিয়ায় ভোগেন সবাই। সেইসব সুন্দর অতীত ফিরে পেতে ইচ্ছে করে সবারই। গ্রামীণ জীবনে কেমন ছিলো আমাদের ছোটবেলা? কেমন ছিলো পারিবারিক বন্ধন?
 

শৈশব-কৈশোরের নস্টালজিয়ায় ভোগেন সবাই। সেইসব সুন্দর অতীত ফিরে পেতে ইচ্ছে করে সবারই।

গ্রামীণ জীবনে কেমন ছিলো আমাদের ছোটবেলা? কেমন ছিলো পারিবারিক বন্ধন?
 
সেই সুন্দর অতীত ও বন্ধনের গল্প পাওয়া যাবে ‘সোনার পাখি রূপার পাখি’ নামের দীর্ঘ ধারাবাহিক নাটকে। গ্রাম অথবা মফস্বল শহরে যাদের জন্ম ও বেড়ে ওঠা, তাদের গল্প নিয়ে এটি লিখেছেন রচনা কাজী শাহীদুল ইসলাম, পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু।  
 
অভিনয়ে খালেদা আক্তার কল্পনা, আরফান আহমেদ, নিলয়, ফারজানা চুমকি, তাহমিনা সুলতানা মৌ, শাহনাজ সুমী, মিষ্টি মারিয়া, তন্দ্রা শ্রাবণ প্রমুখ। ১২ নভেম্বর থেকে চ্যানেল আইতে প্রতি শনি ও রোববার রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ‘সোনার পাখি রূপার পাখি’।
 
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।