ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

এটাই বোধহয় শেষ কাজ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৫, জুলাই ৩১, ২০১৬
এটাই বোধহয় শেষ কাজ! মেরিল স্ট্রিপ

অস্কারজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপের ভয়, প্রতিটি ছবিই তার শেষ কাজ! ৬৭ বছর বয়সী এই তারকার সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, আর বোধহয় কোনো ছবিতে তাকে কেউ নেবে না। তবে এখনও ২৭ বছর ধরে সফল ক্যারিয়ার ধরে রাখতে পেরে গর্বিত তিনি।

 

ওয়াল স্ট্রিট জার্নাল ম্যাগাজিনের সঙ্গে ভবিষ্যতের ভয় নিয়ে আলাপ করতে গিয়ে স্ট্রিপ বলেন, ‘ভাগ্য ভালো হলে নিয়মিত কাজ করা যায়। কিন্তু সবারই দুঃসময় আসে। মনে আছে ৪০ বছরের কাছাকাছি সময়ে ঘুরঘুর করেছি। ভাবতাম প্রতিটি ছবিই হতে যাচ্ছে আমার শেষ কাজ। সত্যি বলছি। ২৭ বছর আগে তখনকার সময়ে প্রায় সব ৪০ বছর বয়সী নারীদের মনে হতো সবই শেষ!’

মেরিল স্ট্রিপ জানিয়েছেন, বয়সের কারণে নিজের অভিনয় ক্যারিয়ারের ইতি ঘটলে দুঃখজনক মনে করতেন তিনি। তার কথায়, ‘কিছু কিছু ক্ষেত্রে আমাদের করার কিছুই থাকে না। কিছু করতে না পারা হতাশার ব্যাপার। তবে কোনো কোনো ক্ষেত্রে বাধ্য হতে হয়। ’

এদিকে হলিউডের ধ্রুপদী ছবি ‘ম্যারি পপিন্স’-এর নতুন পর্বে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মেরিল স্ট্রিপ। এতে তার সহশিল্পী থাকছেন এমিলি ব্লান্ট ও লিন-ম্যানুয়েল মিরান্ডা।  

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।