ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

জাহিদের ‘পাখি’ তিশা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২০, জুলাই ৩০, ২০১৬
জাহিদের ‘পাখি’ তিশা! ‘দুই পাখি’ নাটকে জাহিদ হাসান ও নুসরাত ইমরোজ তিশা

প্রত্যন্ত গ্রামের ছেলে হলেও উচ্চ শিক্ষা নিয়েছে জাহিদ হাসান। শহুরে মেয়ে তিশার বিয়ে ঠিক হয় তার সঙ্গে।

গ্রামের ছেলেকে পছন্দ না হলেও বাবাকে খুশি রাখতে বিয়েতে রাজি হয় মেয়েটি। এদিকে শহুরে বউ তিশাকে পেয়ে উচ্ছ্বসিত জাহিদ। বউকে সে ‘পাখি’ বলে সম্বোধন করে। কিন্তু তিশার বিপত্তি তাতে। সে চায় জাহিদ যেন পোশাকে ও চলনে-বলনে আরও আধুনিক হয়ে ওঠে। এভাবেই গল্পে আসে নতুন মোড়।  

এমন কাহিনি নিয়ে তৈরি হয়েছে নাটক ' দুই পাখি'। আজাদ আবুল কালামের লেখা নাটকটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল।  

নির্মাতা জানান, ‘দুই পাখি’তে জাহিদ হাসান ও তিশা ছাড়াও অভিনয় করেছেন কিসলু ও দিশা। এটি কিছুদিনের মধ্যে আরটিভিতে প্রচার হবে।  
 
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
টিএস/এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।