ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

টম হ্যাঙ্কস ও মেগ রায়ানের পুনর্মিলন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৭, জুলাই ২৯, ২০১৬
টম হ্যাঙ্কস ও মেগ রায়ানের পুনর্মিলন টম হ্যাঙ্কস ও মেগ রায়ান

হলিউডের একসময়ের আলোচিত জুটি টম হ্যাঙ্কস ও মেগ রায়ান আবার একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। এবার তাদেরকে দেখা যাবে ‘ইথাকা’ নামের একটি ছবিতে।

এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে মেগ রায়ানের। তার অনুরোধে অতিথি শিল্পী হিসেবে কাজ করতে সম্মতি জানিয়েছেন টম।

১৯৪৩ সালে প্রকাশিত উইলিয়াম স্যারয়ানের উপন্যাস ‘দ্য হিউম্যান কমেডি’ অবলম্বনে সাজানো হয়েছে চিত্রনাট্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার গল্পটি কিশোর ছেলে হোমারকে ঘিরে। সদ্য বিধবা মাকে সহযোগিতার আশা নিয়ে টেলিগ্রাফের দূত হিসেবে কাজ করে সে। তার বড় ভাই গেছে যুদ্ধের ময়দানে।

ছবিটিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে টম হ্যাঙ্কস ও মেগ রায়ানকে। গল্প অনুযায়ী টমের চরিত্রটি বেঁচে থাকে স্বল্প সময়। ট্রেলারে তাদের আবেগঘন উপস্থিতি ভক্তদের নস্টালজিক করে দিয়েছে। ‘ইউ হ্যাভ গট মেইল’ (১৯৯৮), ‘স্লিপলেস ইন সিয়াটল’ (১৯৯৩) ছবি দুটিতে টম ও মেগের অভিনয় দর্শক আজও ভোলেনি।  

নতুন ছবির জন্য টম শুটিং করেছেন মাত্র একদিন। মেগের সত্যিকারের পুত্র জ্যাক কুয়েডও থাকছেন এ ছবিতে। এ ছাড়াও আছেন স্যাম শেফার্ড, হ্যামিশ লিঙ্কলেটার প্রমুখ। আমেরিকান ড্রামা ছবিটি লিখেছেন এরিক জেন্ড্রেসেন।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।