ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

উত্তম কুমারের গান গাইবেন তিন শিল্পী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৬, জুলাই ২৭, ২০১৬
উত্তম কুমারের গান গাইবেন তিন শিল্পী উত্তম কুমার

উত্তম কুমার। বাংলা চলচ্চিত্র জগতে তিনি মহানায়ক হিসেবে খ্যাত।

২৪ জুলাই ছিলো তার মৃত্যুবার্ষিকী। গুণী এই অভিনেতাকে স্মরণ করে গাইবেন তিনজন জনপ্রিয় শিল্পী। টিভিতে সরাসরি দেখা যাবে অনুষ্ঠানটি।

উত্তম কুমার অভিনীত চলচ্চিত্রের অধিকাংশ গানই দুই বাংলায় পেয়েছে জনপ্রিয়তা। কালজয়ী এসব গান শোনাবেন সংগীতশিল্পী রিজিয়া পারভীন, বাদশা বুলবুল ও আতিক হাসান।

আরটিভির নিয়মিত লাইভ স্টুডিও কনর্সাট ‘মিউজিক স্টেশন’-এ উপভোগ করা যাবে মহানায়কের গানগুলো। অনুষ্ঠানে গানের ফাঁকে দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দেবেন শিল্পীরা। তারা শোনাবেন ভক্তদের পছন্দের গানও, কথা বলবেন উত্তম কুমারকে নিয়ে। শাহ আমীর খসরুর প্রযোজনায় ‘মিউজিক স্টেশন’ প্রচার হবে ২৮ জুলাই রাত ১১টা ২০ মিনিটে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
এসও   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।