ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

দানবাক্স নিয়ে এলেন মাহির বর!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৮, জুলাই ২০, ২০১৬
দানবাক্স নিয়ে এলেন মাহির বর! ছবি: নূর - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কনে সেই কখন এসে হাজির। অথচ বরের দেখা নেই! কিছুক্ষণ পরপরই কনেপক্ষের মুখে শোনা গেলো- 'বর আসবে এখুনি।

'

অবশেষে এলেন চিত্রনায়িকা মাহিয়া মাহির বর অপু। ফুলে ফুলে সাজানো গাড়ি থেকে নেমে ফটকে আসতেই থামতে হলে তাকে। বকশিশ না দিয়ে পার পাবেন কীভাবে!

প্রস্তুত হয়েই এসেছেন অপু। গেট আটকে থাকা কনেপক্ষকে বরপক্ষ তুলে দিলো দানবাক্স! তাতে লেখা- "চাঁদা চাহিয়া লজ্জা দিবেন না। মুক্তহস্তে দান করিলাম। "

মাহির পারিবারিক সূত্র জানিয়েছে, বাক্সের ওজন ব্যাপক। তবে সেটা খুলতেই কনেপক্ষের চক্ষু চড়কগাছ! ভারি হলেও দানবাক্সে মাত্র পাঁচ হাজার টাকা পাওয়া গেছে। ১ টাকা আর পাঁচ টাকার কয়েনে ভরে দেওয়া হয় দানবাক্স। তাই কনেপক্ষ লোকসান হওয়ার অভিব্যক্তি দেখালেন।

বর আসার পর পালকিতে চড়ে তার কাছে আসেন মাহি। পাশে পরিবেশন করা হচ্ছিলে গজল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শান্তা।

বুধবার (২০ জুলাই) রাত ৮টা থেকে ঢাকার ক্যান্টনমেন্টের একটি মিলনায়তনে মাহি ও অপুর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে। এখানে বর ও কনেকে শুভেচ্ছা জানাতে আসেন তারকা দম্পতি ওমর সানি-মৌসুমী, অনন্ত-বর্ষা, চিত্রনায়ক ফেরদৌস, বাপ্পি, কাবিলা।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।