ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

৫০ ভরি সোনার গয়নায় মাহি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৪, জুলাই ২০, ২০১৬
৫০ ভরি সোনার গয়নায় মাহি ছবি: নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাত তখন পৌনে আটটা। ঢাকার ক্যান্টনমেন্টের একটি মিলনায়তনের সামনে গাড়ি থেকে নামলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

লাল শাড়িতে নববধূর সাজ।

গয়নার অভাব নেই। হাত, গলা, কপাল- সবখানে সোনার গহনা। নাকে নথ। কপাল ছুঁয়ে আছে টিকলি। আলোকচিত্রীদের সাটার পড়তে থাকলো।

সাজানো গেটে নানান ভঙ্গিতে ছবি তুললেন মাহি। গায়ের গহনাগুলোও তুলে ধরলেন কয়েকবার। পারিবারিক সূত্র জানালে, সব মিলিয়ে ৫০ ভরি সোনার গয়নায় পরেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

বুধবার (২০ জুলাই) এখানে আয়োজন করা হয়েছে মাহি ও অপুর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।   সম্প্রতি তারা বিয়ে করে ঘর বেঁধেছেন।

** মাহির বিয়ের অনুষ্ঠানের নবাবি মঞ্চ

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।