ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

নেপাল যাচ্ছেন বাপ্পি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, জুলাই ২০, ২০১৬
নেপাল যাচ্ছেন বাপ্পি বাপ্পি চৌধুরী-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেপালে যাচ্ছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। সেখানে ‘আমি তোমার হতে চাই’ নামের একটি ছবির কাজ করবেন তিনি।

বৃহস্পতিবার (২১ জুলাই) রওনা দেবেন জনপ্রিয় এই অভিনেতা। সব মিলিয়ে ১২ দিন থাকতে হবে তাকে। গান আর ক্লাইম্যাক্সসহ কিছু দৃশ্যের কাজ হবে ওখানে।  

অনন্য মামুন পরিচালিত ছবিটিতে বাপ্পির বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। তিনি যাবেন কয়েকদিন পর। হাস্যরস, প্রেম ও মারধরের সমন্বয়ে সাজানো হয়েছে এর চিত্রনাট্য।

বুধবার (২০ জুলাই) বাপ্পি বাংলানিউজকে বললেন, ‘প্রাকৃতিক সৌন্দর্যের রানী নেপালে এর আগে ঘুরতে গিয়েছিলাম। কিন্তু কোনো ছবির কাজে এবারই প্রথম যাচ্ছি। তাই বেশ কৌতূহলী বলতে পারেন আমাকে। এতে আমার অভিনয় দর্শকদের কাছে ব্যতিক্রম মনে হতে পারে। আর আশা করি, ছবিটা হিট হবে। ’

ছবিটিতে বাপ্পিকে দেখা যাবে অাবীর চরিত্রে। ছেলেটা একই সঙ্গে প্রেমিক ও গ্যাংস্টার। আবীরের মুখে একটি সংলাপ ঘুরেফিরে শুনতে পাবেন দর্শক। সংলাপটি হলো- ‘কথা শুনলে উপহার, না শুনলে পরপার’।

‘আমি তোমার হতে চাই’ ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনন্য মামুন ও সোমেশ্বর অলি। বাপ্পি আর মিমের পাশাপাশি এতে অভিনয় করছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, দিপালি, সীমান্ত আহমেদ প্রমুখ। এর আইটেম গানে নাচবেন বলিউডের রাখি সাওয়ান্ত।

বাংলাদেশ সময় : ১৫২৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।