ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

দীপিকা বললেন, ‘আই লাভ ইউ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৭, জুলাই ১৯, ২০১৬
দীপিকা বললেন, ‘আই লাভ ইউ’

‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হচ্ছে ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। এতে তার বিপরীতে আছেন অ্যাকশন তারকা ভিন ডিজেল।

সোমবার (১৮ জুলাই) ছিলো তার ৪৯তম জন্মদিন।  

ভিন ডিজেলের জন্মদিনের একদিন আগেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন দীপিকা। সোমবার ইনস্টাগ্রামে ৩০ বছর বয়সী এই অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন বিনম্র ও উদার মনের মানুষ! আই লাভ ইউ টেডি! ভিন ডিজেল। ’

ভিন ডিজেলের সঙ্গে তোলা ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির একটি স্থিরচিত্রও শেয়ার করেছেন দীপিকা। এতে সেরেনা আঙ্গার চরিত্রে দেখা যাবে তাকে।

‘ট্রিপল এক্স’ সিরিজের তৃতীয় কিস্তিটি পরিচালনা করেছেন ডিজে ক্যারাসো। এতে আরও আছেন রুবি রোজ, স্যামুয়েল এল. জ্যাকসন, ডনি ইয়েন ও টনি জা। এটি মুক্তি পাবে ২০১৭ সালের ২০ জানুয়ারি।  

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।