ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

বিপিএলের উপস্থাপক ইভান 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৪, জুলাই ১৯, ২০১৬
বিপিএলের উপস্থাপক ইভান  ইভান

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল শুরু হলো বলে! এবার এই আয়োজন হচ্ছে বড় পরিসরে। ১৮ জুলাই হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হয়ে গেলো আসরের জমকালো লোগো ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান।

দেশের চারটি ভেন্যুতে এবার খেলা হবে।  

বুধবার (২০ জুলাই) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান ও কনসার্ট। এটি উপস্থাপনা করবেন ইভান। তার সহ-উপস্থাপক থাকবেন মুন।  

উদীয়মান উপস্থাপক ইভান মঙ্গলবার (১৯ জুলাই) বাংলানিউজকে বললেন, ‘বিপিএল উপস্থাপনা করার সুযোগ পাওয়া আমার জন্য বড় ব্যাপার। ’ 

উদ্বোধনী কনসার্টে গাইবেন সংগীতশিল্পী মমতাজ ও আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবি। এ ছাড়া থাকবেন নতুন প্রজন্মের কয়েকজন কণ্ঠশিল্পী। পাশাপাশি থাকছে আরও কিছু আনন্দ আয়োজন।  

ইভান এর আগে বীচ কার্নিভাল, নারী দিবসসহ বেশকিছু লাইভ কনসার্ট উপস্থাপনা করেন। এ ছাড়া সুনাম কুড়িয়েছেন বিভিন্ন টিভি আয়োজনের সঞ্চালনায়।  

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।