ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

‘সংকলনটি আমার গাওয়া গানের একটি খণ্ড দলিল’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, জুলাই ১৯, ২০১৬
‘সংকলনটি আমার গাওয়া গানের একটি খণ্ড দলিল’ সৈয়দ আব্দুল হাদী

‘কতো গান গেয়েছি এই অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে, তার কোনো হিসেব রাখিনি! ষাট, সত্তর ও আশির দশকে বেতার আর টেলিভিশনে গাওয়া অনেক জনপ্রিয় গান হারিয়ে গিয়েছে বাণিজ্যিক রেকর্ডের অভাবে। সংকলনটিতে সেই সব গান থেকে কিছু গান নতুন করে গাইলাম, সেই সঙ্গে চলচ্চিত্রের কিছু গান।

এগুলো কোনো অ্যালবামে স্থান পায়নি। আর পূর্বে প্রকাশিত কিছু গানও এতে সন্নিবেশিত হলো। সংকলনটি আমার গাওয়া গানের একটি খণ্ড দলিল। ’- কথাগুলো বলেছেন বিশিষ্ট সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। ‘দ্য লিজেন্ড সৈয়দ আব্দুল হাদী’ নামের ৪৫ গানের সংকলন নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি।

‘সূর্যোদয়ে তুমি’, ‘এমনও তো প্রেম হয়’, ‘যেওনা সাথী’, ‘যে মাটির বুকে’, ‘চলে যায় যদি কেউ’, ‘চক্ষের নজর এমনি কইরা’- এমন অনেক কালজয়ী গান উপহার দিয়েছেন সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। আধুনিক, দেশাত্মবোধক ও চলচ্চিত্রে গাওয়া তার অধিকাংশ গানই গেঁথে আছে ভক্ত-শ্রোতার মনে। অন্যদিকে বেতার ও টেলিভিশনের জন্য গাওয়া এই শিল্পীর বেশ কিছু গান এখন আর কোথাও শুনতে পাওয়া যায় না। সৈয়দ আব্দুল হাদীর প্রচলিত ও অপ্রচলিত ৪৫টি গান নিয়ে এবার তৈরি হয়েছে অ্যালবাম। এর নাম ‘দ্য লেজেন্ড সৈয়দ আব্দুল হাদী’। অচিরেই চারটি সিডিতে অ্যালবামটি বাজারে ছাড়বে বাংলা ঢোল।  

বাংলা ঢোল জানায়, ‘দ্য লিজেন্ড সৈয়দ আব্দুল হাদী’ সংকলনের অধিকাংশ গানে নতুন করে কণ্ঠ দিয়েছেন শিল্পী। কিছু গানের ক্ষেত্রে সংগীতায়োজন অপরিবর্তিত রাখা হয়েছে। কিছু গানে নতুন করে সংগীতায়োজন করেছেন কলকাতার রকেট মণ্ডল।

কিছুদিনের মধ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর অ্যালবামটির মোড়ক খোলা হবে। এতে উপস্থিত থাকবেন গানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকেরা। এ ছাড়া আরেকটি চমক থাকছে অ্যালবাম প্রকাশনা উপলক্ষে।    

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।