ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

‘প্রীতিলতা’র পান্ডুলিপি উপদেষ্টা সেলিনা হোসেন 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, জুলাই ১৮, ২০১৬
‘প্রীতিলতা’র পান্ডুলিপি উপদেষ্টা সেলিনা হোসেন  সেলিনা হোসেন

বীরকন্যা প্রীতিলতার জীবন নিয়ে একটি উপন্যাস লিখেছিলেন জনপ্রিয় কথাশিল্পী সেলিনা হোসেন। নাম ‘ভালোবাসা প্রীতিলতা’।

এদিকে কিছুদিন আগে ঘোষণা এসেছে ‘প্রীতিলতা’ নামে একটি ছবি তৈরি হবে। জানা গেছে, এর পান্ডুলিপি উপদেষ্টা হিসেবে কাজ করবেন তিনি।  

সেলিনা হোসেন বলেছেন, ‘আমিই প্রথম বাংলাদেশে প্রীতিলতাকে নিয়ে উপন্যাস লিখি। প্রীতিলতাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে শুনে ভালো লাগছে। আমার সাধ্যমতো চেষ্টা করবো এ ছবিটির সঙ্গে থাকার। ’  

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে ‘প্রীতিলতা’ পরিচালনা করছেন রাশিদ পলাশ। ব্ল্যাকবোর্ড ও রেওনেক্স যৌথভাবে প্রযোজনা করছে ছবিটি। সেপ্টেম্বর থেকে শুরু হবে এর দৃশ্যায়ন। তবে নাম ভূমিকায় কে অভিনয় করবেন তা এখনও প্রকাশ করা হয়নি।  

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এসও/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।