ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

প্রতিবন্ধী শিশুদের সাহায্যে ‘কঞ্জুস’-এর বিশেষ প্রদর্শনী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৭, জুলাই ১৬, ২০১৬
প্রতিবন্ধী শিশুদের সাহায্যে ‘কঞ্জুস’-এর বিশেষ প্রদর্শনী ‘কঞ্জুস’ নাটকের দৃশ্য

ঢাকার বাড্ডায় একটি স্কুল আছে, নাম অমরজ্যোতি বিশেষায়িত স্কুল। অলাভজনক সংস্থা ডিআরআরএ এটি পরিচালনা করছে।

এখানে অতিদরিদ্র পরিবারের প্রতিবন্ধী শিশু-কিশোররা বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য সেবা পেয়ে থাকে।  

অমরজ্যোতি স্কুলে প্রতিবন্ধী শিশুরা প্রাক-স্কুল শিক্ষা, স্বাস্থ্য পুনর্বাসন, পুষ্টিযুক্ত খাবার, উপযোগী আর টেকসই প্রাথমিক ও কারিগরী শিক্ষা পেয়ে থাকে। এসব সেবা দিতে প্রচুর খরচ যা অতি দরিদ্র পিতা-মাতার পক্ষে বহন করা সম্ভব নয়। বর্তমানে তহবিল স্বল্পতায় দরিদ্র প্রতিবন্ধী শিশুদের এ স্কুল চালানো কঠিন হয়ে পড়েছে।  

প্রতিবন্ধী শিশুদের জন্য নিবেদিত এই স্কুলের আর্থিক সহায়তায় এগিয়ে এসেছে দেশের অন্যতম প্রধান নাট্যসংগঠন লোক নাট্যদল। সাড়া জাগানো হাসির নাটক ‘কঞ্জুস’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে তারা। ২৯ জুলাই শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে। ফরাসী নাট্যকার মলিয়েরের বিখ্যাত কমেডি ‘দি মাইজার’ অবলম্বনে ‘কঞ্জুস’ নাটকটি রূপান্তর করেছেন তারিক আনাম খান। নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী।  

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুল্লাহ আল হারুন, কামরুন নূর চৌধুরী, জাহিদুর রহমান পিপলু, ইউজিন গোমেজ, নূরুল ইসলাম খান রতন, সামসাদ বেগম, আনোয়ার কায়সার, মনিকা বিশ্বাস, তানজিনা রহমান, আবুতাহের লিটন আকাশ, সুধাংশু নাথ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।