ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

অনেকদিন পর মীম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৭, জুলাই ১৬, ২০১৬
অনেকদিন পর মীম মায়ের সঙ্গে মীম

নাটকে নিয়মিত নন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবরিনা সাকা মীম। সংসারে বেশি সময় দিচ্ছেন তিনি।

একটি টিভিতে সংবাদ পাঠ করছেন। এবার একটি টিভি অনুষ্ঠানে হাজির হয়েছেন মীম।  

আরটিভির সেলিব্রেটি শো ‘আমি আর মা’তে  অতিথি হয়েছেন মিম ও তার মা । যে কোনো মানুষের সাফল্যের  পেছনে মায়ের ভূমিকা থাকে সবচেয়ে বেশি। ‘আমি আর মা’ অনুষ্ঠানে জানা যাবে মীমের মায়ের অজানা গল্প।  অনুষ্ঠানটিতে থাকছে মীমের ছোটবেলার  ছবি ও ভিডিও ফুটেজ।  

তানিয়া আহমেদের উপস্থাপনায় ও সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় ‘আমি আর মা’ প্রচার হবে ১৭ জুলাই রাত ৯টা ৫০ মিনিটে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।