ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

সুনিধি ও আয়ুষ্মানের সঙ্গে শাহানা 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, জুলাই ১৫, ২০১৬
সুনিধি ও আয়ুষ্মানের সঙ্গে শাহানা  (বাঁ থেকে) সুনিধি চৌহান, শাহানা কাজী ও আয়ুষ্মান খুরানা

বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুনিধি চৌহান ও অভিনেতা আয়ুষ্মান খুরানা সম্প্রতি অংশ নিয়েছেন একটি অনুষ্ঠানে। ঈদ উপলক্ষে কানাডার টরন্টো শহরে নাচে-গানে দর্শক মাতিয়েছেন তারা।

একই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রবাসী বাংলাদেশি শিল্পী শাহানা কাজী। এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তরুণ এই গায়িকা।

কনসার্ট নিয়ে শাহানা কাজী বলেন, ‘এটি সত্যি গৌরব ও সম্মানের বিষয়। কনসার্ট শুরু হয়েছিলো আমার গান দিয়ে। হারশী সেন্টার টরন্টোর একটি মর্যাদাপূর্ণ ভেন্যু এখানে বলিউডের শিল্পীদের সঙ্গে গান গাওয়া আমার জীবনের স্মরণীয় ঘটনা। ’

শাহানা কাজীর  নতুন গান ‘অনুশোচনা’। ঈদ উপলক্ষে এটি উন্মুক্ত করা হয়েছে ইউটিউবে। পাশাপাশি দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখা যাচ্ছে ভিডিওটি। গত বছর টরেন্টো থেকে প্রকাশ হয় শাহানার প্রথম একক ‘ভালোবাসার কথা’।  

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।