ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

ভাইবোনের এক গান 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৬, জুলাই ১৩, ২০১৬
ভাইবোনের এক গান  শর্মিলা সিনহা ও শুভাশিস সিনহা

‘আমি মেঘে মেঘে তোমার নাম লিখে ঝরিয়েছি/ কে বলে শ্রাবণ/ কে বলে আষাঢ়/ আমি জানি জানি জানি সে তোমারই হাহাকার…’- এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন কবি-নাট্যকার-নির্দেশক শুভাশিস সিনহা। গানটি কণ্ঠে তুলেছেন তার বড়বোন শর্মিলা সিনহা।

সম্প্রতি ইউটউবে উন্মুক্ত করা হয়েছে ‘আমি মেঘে মেঘে’ গানটি।

গানের সঙ্গে শর্মিলা সিনহার বিচরণ ছোটবেলা থেকেই। ছায়ানটের পাশাপাশি গানের তালিম নিয়েছেন নামী ওস্তাদদের কাছে। প্রায় ২০ বছর ধরে দেশের অন্যতম নাট্য সংগঠন মণিপুরি থিয়েটারের সংগীত নির্দেশক ও সংগীতশিল্পী হিসেবে কাজ করছেন শর্মিলা।  

শর্মিলা সিনহা বলেন, 'ছোটবেলা থেকে মঞ্চেই বেশি গান করা হয়েছে। কিন্তু এবারই প্রথম গান রেকর্ড করে অনলাইনে প্রকাশ করলাম। আশা করি গানটি সবার ভালো লাগবে। ’
 
‘আমি মেঘে মেঘে’ গানটির সংগীতায়োজন করেছেন নির্ঝর চৌধুরী ও রোকন ইমন। নিজের একক অ্যালবাম তৈরি করছেন শর্মিলা। এই গানটি সেখানে থাকবে। অন্য গানগুলোও লিখবেন শুভাশিস সিনহা।

শর্মিলা সিনহা মণিপুরি থিয়েটারের অন্যতম সদস্য। দলটির অধিকাংশ নাটকেরই সংগীতশিল্পী তিনি। শর্মিলা সিনহা পেশাজীবনে একটি কলেজে শিক্ষকতা করছেন।

* ‘আমি মেঘে মেঘে’ গানটি শুনুন: 

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।