ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

শাহরুখ-সালমানকে সানিয়া মির্জার আমন্ত্রণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৭, জুলাই ১৩, ২০১৬
শাহরুখ-সালমানকে সানিয়া মির্জার আমন্ত্রণ শাহরুখ খান, সালমান খান ও স‍ানিয়া মির্জা

বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানকে আমন্ত্রণপত্র পাঠালেন টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা। তার বহুল প্রতীক্ষিত আত্মজীবনী ‘এইস অ্যাগেইস্ট ওডস’-এর মোড়ক খুলবেন দুই খান।

বাবা ইমরান মির্জার সঙ্গে মিলে বইটি লিখেছেন সানিয়া। ভারতের বেশকিছু জায়গায় জাঁকজমকভাবে এর প্রকাশনা করার পরিকল্পনা আছে ২৯ বছর বয়সী এই তারকার। তিনি আমন্ত্রণ জানিয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া আর নৃত্য পরিচালক ফারাহ খানকেও।

জানা গেছে, হায়দরাবাদে বুধবার (১৩ জুলাই) শাহরুখ আর ১৭ জুলাই সালমান বইয়ের মোড়ক উন্মোচন করবেন। আর সানিয়ার বান্ধবী নয়াদিল্লির প্রকাশনা অনুষ্ঠানে থাকবেন বিশেষ অতিথি হিসেবে।

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।