ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

রানীর ভুয়া অ্যাকাউন্ট থেকে সাবধান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৭, জুলাই ১২, ২০১৬
রানীর ভুয়া অ্যাকাউন্ট থেকে সাবধান

বলিউড অভিনেত্রী রানী মুখার্জির কন্যাসন্তান দাবি করে এক শিশুর কিছু স্থিরচিত্রকে ঘিরে সরব ইন্টারনেট। অথচ সে ৩৮ বছর বয়সী এই অভিনেত্রীর মেয়েই নয়! এ ঘটনার পর তার প্রতিনিধি জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে রানী মুখার্জির নিজের কোনো অ্যাকাউন্ট নেই।

রানীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তার নামে অনেক ভুয়া অ্যাকাউন্ট আছে অনলাইনে। এগুলো শুধু টুকলিফাই করে। রানীর মুখপাত্র বলেছেন, ‘তিনি কখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত হননি। যা আছে সবই ভুয়া অ্যাকাউন্ট। আমরা অনুরোধ করছি, এগুলোতে নজর দেবেন না। ’

বলিউডের নামজাদা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের প্রধান আদিত্য চোপড়াকে ২০১৪ সালের এপ্রিলে ইতালিতে চুপিসারে বিয়ে করেন রানী। গত বছরের ডিসেম্বরে সন্তানের মুখ দেখেন তারা।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।