ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

সালমানের বৃক্ষরোপণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৫, জুলাই ১১, ২০১৬
সালমানের বৃক্ষরোপণ

আরেকটি ভালো কাজে এগিয়ে এলেন বলিউড সুপারস্টার সালমান খান। এবার বৃহানমুম্বাই পৌরসংস্থার বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি।

সবুজ গাছপালার প্রচারণার সময় তোলা কিছু স্থিরচিত্র টুইটারে শেয়ার করেছেন বলিউডের ‘বজরঙ্গি ভাইজান’।

ছবিগুলোতে দেখা যাচ্ছে, নিজের হাতে গাছের চারা রোপণ করছেন সল্লু। তার সঙ্গে কয়েকজন শিশু-কিশোরও ছিলো। জানা গেছে, মহারাষ্ট্রে দুই কোটি গাছের চারা রোপণ করা হয়েছে। ৫০ বছর বয়সী এই তারকা লিখেছেন, ‘কী দারুণ ব্যাপার! মহারাষ্ট্র জুড়ে দুই কোটি চারা রোপণ করা হলো। ’

এদিকে সালমানের নতুন ছবি ‘সুলতান’ ব্যবসায় রেকর্ড গড়েছে। এরই মধ্যে শুধু ভারতেই এটি আয় করেছে ১৪২ কোটি ৬২ লাখ রুপি। তার আগামী ছবি কবির খান পরিচালিথ ‘টিউবলাইট’-এর চিত্রায়ন শুরু হবে আগস্ট-সেপ্টেম্বরে।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।