ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

বাগদানের নামে শ্রাবন্তীর বিয়ে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৭, জুলাই ১১, ২০১৬
বাগদানের নামে শ্রাবন্তীর বিয়ে!

ধুমধাম করে বাগদান সেরেছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী। তার জীবনসঙ্গী হয়েছেন সুপারমডেল কৃষ্ণ বিরাজ।

এই অনুষ্ঠানে ৮ জুলাই উপস্থিত ছিলো টলিউডের বিরাট একটি অংশ। শুধু বাগদান নয়, একইসঙ্গে বিয়ের কাজটিও সম্পন্ন করেছেন শ্রাবন্তী- এমনটিই মনে করছেন টাইমস অব ইন্ডিয়া।

‘দ্য রয়্যাল জার্নি বিগিনস্…’- বাগদানের প্রথম ছবি শেয়ার করে টুইটারে ঠিক এ কথাটিই লিখেছেন শ্রাবন্তী। এরপর আরও কিছু ছবি প্রকাশ হয়েছে যেগুলো দেখে মনে হচ্ছে শ্রাবন্তী বিয়ের কাজও সেরেছেন।   
 
এক বছরের প্রেমের সম্পর্কের পর একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন শ্রাবন্তী-কৃষ্ণ। মুম্বাইয়ে তাদের প্রথম আলাপ। এরপর তা প্রেমে গড়াতে বেশি সময় নেয়নি। বয়ফ্রেন্ডের নামে নিজের হাতে ট্যাটুও করিয়েছেন ২৭ বছর বয়সী এই অভিনেত্রী।

কাজের জন্য দু’জন দুই শহরের বাসিন্দা। বিয়ের পর কি শ্রাবন্তী পাড়ি জমাবেন মুম্বাইয়ে? সেটা এখনও জানা যায়নি। আপাতত ছুটিতে যাচ্ছেন শ্রাবন্তী।  

এদিকে নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের হাত ধরে দেশের রূপালি পর্দায় হাজির হয়েছেন শ্রাবন্তী। ঈদে মুক্তিপ্রাপ্ত এই জুটির ‘শিকারী’ ছবিটি বাজিমাত করছে।  

টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীর এটি দ্বিতীয় বিয়ে। আগের সংসারে তার একটি পুত্র সন্তান রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
এসও  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।