ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

দীপিকার জন্য শেরওয়ানি পরবেন ভিন ডিজেল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৪, জুলাই ১১, ২০১৬
দীপিকার জন্য শেরওয়ানি পরবেন ভিন ডিজেল দীপিকা পাড়ুকোন ও ভিন ডিজেল

হলিউডে নিজের প্রথম ছবি ‘ট্রিপল এক্স-দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’-এর চিত্রায়ন শেষ হওয়ার পর সহশিল্পী ও কর্মচারিদেরকে উপহার দেওয়ার জন্য কেনাকাটা করেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। একথা এতোদিন জানাননি তিনি।

ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন অ্যাকশন তারকা ভিন ডিজেল। তার ও অন্য পুরুষদের জন্য ভারতের ঐতিহ্যবাহী পোশাক আর অভিনেত্রী রুপি রোজসহ মেয়েদের জন্য শাড়ি ও পুটলির ব্যাগ কিনেছেন দীপিকা। তিনি বলেছেন, ‘আশা করছি, ছবিটির প্রচারণা শুরুর পর ভিন ডিজেলকে পাঠানি কুর্তা কিংবা শেরওয়ানিতে দেখবেন। ’

হলিউডে কাজ করা প্রসঙ্গে দীপিকা বলেছেন, ‘আমি মনে করি, সৃজনশীলতার কোনো সীমান্ত নেই। একজন অভিনয়শিল্পীকে তার মেধা বিচার করেই ছবিতে নেওয়া হয়। তিনি নারী নাকি পুরুষ কিংবা কোন ধর্মের তা মুখ্য নয়। ’

এদিকে বলিউডে দীপিকার আগামী ছবি হতে যাচ্ছে সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবতী’। এতে তার বিপরীতে থাকছেন অভিনেতা রণবীর সিং। সেপ্টেম্বর থেকে শুরু হবে এর কাজ।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।