ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

উড়োজাহাজে রজনীকান্তর ছবির পেছনে এক মাস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩২, জুলাই ৩, ২০১৬
উড়োজাহাজে রজনীকান্তর ছবির পেছনে এক মাস

‘কাবালি’ জ্বরে আক্রান্ত হয়ে উঠেছে সারাভারত। ভারতের দক্ষিণী ছবির সুপারস্টার রজনীকান্তর নতুন তামিল ছবিটির প্রচারণার জন্য মালয়েশিয়ার প্রতিষ্ঠান এয়ার এশিয়ার একটি উড়োজাহাজের বহির্ভাগ সাজানো হয়েছে বিশেষভাবে।

তারাই ছবিটির অফিসিয়াল এয়ারলাইন পার্টনার। এ প্রক্রিয়া সম্পন্ন করতে লেগেছে এক মাস। এতে রয়েছে রজনীকান্তর ছবি।

এশিয়ায় এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই ব্যাপক আলোচনা হচ্ছে। অনেকের মতো বলিউড অভিনেতা ঋষি কাপুরও মুগ্ধতার কথা জানিয়েছেন উড়োজাহাজটি দেখে।

কাবালি আবহ নিয়ে বিশেষ উড়োজাহাজটি উড়বে বেঙ্গালুরু, নয়াদিল্লি, গোয়া, পুনে, চন্ডিগড়, জয়পুর, গোয়াহাটি, ইমফাল, বিাজগ ও কোচিতে। এ ছাড়া এয়ার এশিয়ার বিশেষ প্যাকেজে রজনীকান্ত ভক্তদেরকে মুক্তির প্রথম দিন ছবিটির প্রথম প্রদর্শনী দেখাতে বেঙ্গালুরু থেকে চেন্নাইয়ে উড়িয়ে আনবে বাহনটি। যাত্রাপথে বিশেষ চা, কফি মগ ও ছবির টিকেট থাকবে। এ ছাড়া থাকবে রজনীকান্তর প্রিয় মধ্যাহ্নভোজের মেন্যু।

ছবি মুক্তির পরও এই উড়োজাহাজ আকাশে উড়বে। রজনীকান্ত ও বিশ্বজুড়ে তার ভক্তদের প্রতি সম্মান জানাতেই এয়ারলাইনসটির এই উদ্যোগ। এর আগে বিষয়টি জানাতে রজনীকান্তর কাছে যায় একটি টিম। তিনি ইতিমধ্যে এটি দেখেছেন। জানা গেছে, কয়েকটি দৃশ্যে এয়ার এশিয়ায় চড়তে দেখা যাবে রজনীকান্তকে। গল্পে মালয়েশিয়ায় তামিলদের জন্য লড়ে যান তিনি।

পা রঞ্জিত পরিচালিত ছবিটিতে মালয়েশিয়া প্রবাসী ডনের ভূমিকায় দেখা যাবে রজনীকান্তকে। এতে তার নায়িকা হয়েছেন রাধিকা আপ্তে। এরই মধ্যে ২০০ কোটি রুপির বুকিং হয়েছে এ ছবির। আগামী ১৫ জুলাই ‘কাবালি’ মুক্তি পাওয়ার কথা। তবে এটি এক সপ্তাহ পিছিয়ে ২২ জুলাই আসবে বলে শোনা যাচ্ছে।

এদিকে পুদুচেরি রাজ্য সরকার জনসেবা গ্রহণে উদ্বুদ্ধ করতে রজনীকান্তর ভাবমূর্তি কাজে লাগাচ্ছে। সরকারি সেবা ব্যবহারে সচেতনতা বৃদ্ধি ও প্রচারণার জন্য বিনামূল্যে ছবিটির টিকিট দিচ্ছেন তারা। পরিচ্ছন্ন পরিবেশের প্রচারণায় সমৃদ্ধ পুদুচেরির শুভেচ্ছাদূত হওয়ার জন্য টুইটারে রজনীকান্তকে অনুরোধ করেছেন রাজ্যটির লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদি।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।