ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

লাভলু ও লাভলীর লাভস্টোরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, জুন ৩০, ২০১৬
লাভলু ও লাভলীর লাভস্টোরি

লাভলী অদম্য পরিশ্রমী  গার্মেন্টসকর্মী। সাহসী লাভলীর রূপ ও গুনে অনেকেই পাগল।

অন্যদিকে লাভলু সিনেমা পাগল। তার ধ্যানজ্ঞান বাংলা ছবিকে ঘিরে। সে সিনেমার টিকেট ব্ল্যাকের ধান্দা  ও ছোট একটি চায়ের দোকান থেকেই তার আয় রোজগার। দুই অঙ্গনের দুই তরুণ-তরুণীর ভালোবাসার গল্প নিয়ে তৈরি রোমান্টিক কমেডি নাটক ‘লাভলী ও লাভলুর লাভস্টোরি’।

লাভলী ও লাভলুর চরিত্রে অভিনয় করেছেন তিশা ও মোশাররফ করিম। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।

নাটকের গল্পে দেখা যাবে, সিনেমা দেখতে গিয়ে লাভলু ও লাভলীর দেখা হয়। এরপর থেকে প্রায়ই লাভলু স্পেশাল টিকেট রেখে দেয় লাভলীর জন্য। সিনেমা দেখতে দেখতে লাভলীর প্রেমে পড়ে যায় লাভলু। কিন্তু এলাকার প্রভাবশালী শ্রমিকনেতা সোয়েবও লাভলীকে পছন্দ করায় বিপত্তি বাঁধে।

টম ক্রিয়েশনস প্রযোজিত  ‘লাভলী ও লাভলুর লাভ স্টোরি’ নাটকটি ঈদের ৬ষ্ঠ দিন রাত ৮টা ৪০ মিনিটে আরটিভির পর্দায় প্রচার হবে।

বাংলাদেশ সময়:  ১৬১৫ ঘণ্টা , জুন ৩০, ২০১৬
জেএমএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।