ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

জ্যাকলিনের এক শর্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১০, জুন ২৯, ২০১৬
জ্যাকলিনের এক শর্ত জ্যাকলিন ফার্নান্দেজ

রূপালি পর্দায় ভিন্ন ভিন্ন ঘরানার ছবিতে কাজ করতে চান বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। এমনকি প্রাপ্তবয়স্কদের উপযোগী সেক্স কমেডিতেও অভিনয় করার ইচ্ছা আছে তার।

তবে শর্ত একটাই- নির্মাণশৈলী হতে হবে নান্দনিক।

সেক্স কমেডিতে কাজ করলে স্বাচ্ছন্দ্যবোধ করবেন কি-না জ্যাকলিনের কাছে জানতে চেয়েছেন ভারতীয় সাংবাদিকরা। উত্তরে ৩০ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘জানি না... এটা নির্ভর করবে বানানোর কৌশলের ওপর। হালকা মেজাজও থাকা চাই। তাই কে নির্মাতা আর তিনি কীভাবে ছবিটি বানাচ্ছেন তার ওপরই নির্ভর করবে আমার অভিনয়। ’

হলিউডের ছবিতেও কাজ করতে আপত্তি নেই জ্যাকলিনের। শ্রীলঙ্কান এই সুন্দরী বলেন, ‘ব্যাটে-বলে মিলে গেলে অবশ্যই হলিউডে কাজ করবো। এখন চলচ্চিত্র বৈশ্বিক রূপ নিয়েছে। অভিনয়শিল্পীরাও এখন বৈশ্বিক। যতো বেশি সম্ভব নানারকম ছবিতে যুক্ত হতে পারলে সত্যিকার অর্থে ভালো লাগবে আমার। এরই মধ্যে টরন্টো ও ব্রিটিশ মুক্ত ছবিতে কাজ করেছি। সেইসব অভিজ্ঞতা থেকে বলছি, চেনা গন্ডির বাইরে অন্য দেশের অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করাটা দারুণ ব্যাপার। হলিউডে কাজ করার মতো সুযোগ এলে তা আমার জন্য বড় পাওয়াই হবে। ’

জ্যাকলিনকে সামনে দেখা যাবে রোহিত ধাওয়ান পরিচালিত ‘ঢিশুম’ ছবিতে। এতে তার সহশিল্পী জন অ্যাব্রাহাম, বরুণ ধাওয়ান ও অক্ষয় খান্না। এটি মুক্তি পাবে ২৯ জুলাই।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।