ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

বাড স্পেনসার আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২০, জুন ২৮, ২০১৬
বাড স্পেনসার আর নেই বাড স্পেনসার

না ফেরার দেশে চলে গেলেন ইতালিয়ান অভিনেতা বাড স্পেনসার। সোমবার (২৭ জুন) রোমে তার মৃত্যু হয়।

এ বিষয়ে তার ছেলে বলেন, ‘শান্তিতে ঘুমিয়ে পড়েছেন তিনি। তাকে কোনো ব্যথা সহ্য করতে হয়নি। ’

বাডের আসল নাম কারলো পেডেরসোলি। ‘বিগ ফ্র্যান্ডলি গেইন্ট’-এ অভিনয়ের জন্য সমধিক পরিচিত ছিলেন ইতিলিয়ান এই অভিনেতা। ২০টির বেশি ছবিতে অভিনয় করেছেন বাড। দক্ষ সাঁতারু হিসেবেও তিনি খ্যাত ছিলেন।

বাডের মৃত্যুতে শোক জানিয়ে ইতালিয়ান প্রধানমন্ত্রী মাট্টিও রেনজি টুইটারে লিখেছেন, ‘বাড স্পেনসার, আমরা সবাই তোমাকে ভালোবাসি। ’

১৯২৯ সালে ইতালির নেপলেস শহরে জন্ম নেন বাড। পরে রোমে চলে যান তিনি। ১৯৫০ সালে তিনি প্রথম ইতালিয়ান সাঁতারু ছিলেন যিনি এক মিনিটে ১০০ মিটার সাঁতার কেঁটেছেন।     

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।