ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

বঙ্গ সম্মেলনে গাইবেন ফেরদৌস আরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১০, জুন ২৮, ২০১৬
বঙ্গ সম্মেলনে গাইবেন ফেরদৌস আরা ফেরদৌস আরা

জনপ্রিয় নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা গান শোনাতে যাচ্ছেন নিউইয়র্কে। শহরের ঐতিহ্যবাহী ম্যাডিসন স্কয়ার গার্ডেনে থাকছে তার একক পরিবেশনা।

 

আগামী ১-৩ জুলাই অনুষ্ঠিত হবে ৩৬তম বঙ্গ সম্মেলন। বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি সংস্কৃতিকর্মীরা যোগ দেবেন ওই সম্মেলনে। সেখানেই গান শোনাবেন ফেরদৌস আরা। এবারের সম্মেলনের মূল লক্ষ্য- ভেদাভেদ ভুলে বাঙালি সংস্কৃতিকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া।

নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেন মঞ্চে গান গাওয়ার জন্য দুই বাংলার খুব কম শিল্পীই আমন্ত্রণ পেয়েছেন। ফেরদৌস আরা জানান, বঙ্গ সম্মেলনে যোগ দিতে ২৯ জনু রাতে নিউইর্য়কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।