ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

‘কুফা রাশি’র জাতক!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩২, জুন ২৭, ২০১৬
‘কুফা রাশি’র জাতক! ‘কুফা রাশি’ নাটকের দৃশ্য

আসলামের ওপর কুফা (মন্দভাগ্য) ভর করেছে। তার সব কাজেই বাঁধা-বিপত্তি।

বহু চেষ্টার পরও চাকরি পায়নি সে। আব্বাসের সঙ্গে ইলার প্রেমের ইতি ঘটেছে! আব্বাস এর পুরো দায় দিলো ঘনিষ্ঠ বন্ধু আসলামকে। শুধু তাই নয়, এলাকার বড়ভাই জাফরও ‍নানা কারণে দোষ দেয় আসলামকে। আসলাম ক্রিকেট খেলায় বাংলাদেশের সাপোর্ট করলে বাংলাদেশের ওপর কুফা লাগে। দল হেরে যায়।  

এমন গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘কুফা রাশি’। এতে আসলাম চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। ঈদের জন্য ৭ পর্বের নাটকটি লিখেছেন হামেন হাসান নোমান। পরিচালনায় সাজ্জাদ সুমন। ঈদের দিন থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় বৈশাখী টিভিতে প্রচার হবে এটি।  

পরিচালক সাজ্জাদ সুমন জানান, হাস্যরসাত্মক এই নাটকের মাধ্যমে একটি বার্তা দেওয়া হয়েছে। সেটি হলো, মন্দভাগ্য বলে কিছু নেই। কর্ম অনুযায়ী সবাই ফল ভোগ করে। গল্পে দেখা যাবে, প্রতিবেশি মিতু আসলামের চোখ খুলে দেয়।  

‘কুফা রাশি’তে জাহিদ হাসানের পাশাপাশি আরও আছেন তাহসিন, আরফান, ফারুক আহমেদ, কচি খন্দকার, মিলন ভট্টাচার্য্য, মিথিলা, নাবিলা, শিখা মৌ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।