ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

সিআইডি থেকে সিরিয়াল কিলার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, জুন ২৭, ২০১৬
সিআইডি থেকে সিরিয়াল কিলার

প্রাক্তন সিআইডি কর্মকর্তা সজল। একটি পরিত্যক্ত বাড়িতে ঘুরতে গিয়ে হারিয়ে যায় তার প্রেমিকা।

এরপর থেকে সজল প্রায়ই ওই বাড়িতে যায়।

অন্যদিকে স্বর্ণা টিভি সাংবাদিক। প্রামাণ্যচিত্র তৈরি করতে দলবল নিয়ে ওই বাড়িতে যায় সে। সজলের কাছে ওরা সাহায্য চায়। সজল ‘বিপজ্জনক’ বলে বাড়ির আশপাশ থেকে ওদের চলে যেতে বলে। কিন্তু কেন?  

এটি ‘শোধ’ নামের একটি নাটকের কাহিনি। রহস্যঘেরা নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে সজল ও লাক্স তারকা স্বর্ণা ছাড়া অভিনয় করেছেন নতুন মুখ শিবলি ও মার্লিন। ‘শোধ’ নাটকটি চ্যানেল নাইনের ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।  
 
নাটক নিয়ে সজল বাংলানিউজকে বলেন, ‘এর আগে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছি। কিন্তু সিরিয়াল কিলার হিসেবে এটাই প্রথম। ’

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
টিএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।