ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

মায়ের চরিত্রে শুটিংয়ে কাঁদালেন তারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৬, জুন ২৬, ২০১৬
মায়ের চরিত্রে শুটিংয়ে কাঁদালেন তারা

অনেক ধুমধাম করে পুরান ঢাকার এক ছেলের সঙ্গে মেয়েকে পারিবারিকভাবে বিয়ে দেন মা। তাদের দাম্পত্য জীবন ছিলো খুবই সুখের।

হঠাৎ এক দুর্ঘটনায় মাত্র চার মাসের ব্যবধানে স্বামীকে হারায় সে। বাড়িতে কান্নার সুর থামতে না থামতে জানা গেলো মেয়েটি গর্ভবতী। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে মা সন্তান নষ্ট করতে বলেন মেয়েকে।  

এদিকে শাশুড়ি পুত্রবধূকে বংশরক্ষা করতে বলেন। কিন্তু মেয়েটি তার মায়ের কথামতো বিয়ে করে বিদেশ চলে যান। তিন বছর পর ফিরে শাশুড়ির সামনে দাঁড়ায় সে। এটি ‘গর্ভধারিনী’ নাটকের গল্প।  

এই নাটকে তিন মায়ের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, সাবেরী আলম ও মুনিরা মিঠু। পুরান ঢাকায় গত ২৩ ও ২৪ জুন নাটকটির দৃশ্যধারণ হয়। এতে আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, রামিজ রাজু ও অবাক অর্ণব। ঈদের তৃতীয় দিন দেশ টিভির পর্দায় রাত ৭টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘গর্ভধারিণী’।  

এর রচয়িতা ও পরিচালক ইমরাউল রাফাত বাংলানিউজকে বললেন, ‘‘একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে এটি লিখেছি। মূলত তিন নারীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘গর্ভধারিণী’। এ তিনটি চরিত্রে তিন অভিনেত্রী যেভাবে তাদের আবেগ নাটকে ফুটিয়ে তুলেছেন তা গল্পটিকে আরও মজবুত করেছে। তারা তিনজন যেভাবে অভিনয় করেছেন তাতে পুরো ইউনিট কেঁদেছে। ’’

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।