ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

বাকের ভাইয়ের নতুন রূপ বকর ভাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, জুন ২৬, ২০১৬
বাকের ভাইয়ের নতুন রূপ বকর ভাই আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী

চোখে কালো রোদ চশমা। গালভর্তি দাড়ি।

হাতে চেইন নিয়ে ঘোরানো। ‘কোথাও কেউ নেই’ নাটকে আসাদুজ্জামান নূর অভিনীত বাকের ভাইয়ের বৈশিষ্ট্য ছিলো এমন। নব্বই দশকের সেই বাকের ভাই এই সময়েও প্রাসঙ্গিক।  

তাই তার মতোই একটি চরিত্র নিয়ে তৈরি হলো সাত পর্বের ধারাবাহিক নাটক ‘তিনি আমাদের বকর ভাই’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আফরান নিশো। বাকের ভাই যেমন পছন্দ করতেন মোনাকে, এ নাটকে সেই চরিত্রে আছেন মেহজাবিন চৌধুরী।  

বাকের ভাইয়ের সহযোগী বদিকে এ নাটকে রাখা হয়েছে বদু হিসেবে। এ চরিত্রে আছেন শামীম হোসেন। বদুর প্রেমিকা শখের ভূমিকায় দেখা যাবে তাসনোভা এলভিনকে। এ ছাড়াও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, শাওনসহ অনেকে।  

‘তিনি আমাদের বকর ভাই’ লিখেছেন ও পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। বেসরকারি টিভি চ্যানেলে এটি প্রচার হবে রোজার ঈদের দিন থেকে পরের সাত দিন।   

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘন্টা, জুন ২৬, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।