ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

তাহসানের 'পত্রমিতালি'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩১, জুন ২৪, ২০১৬
তাহসানের 'পত্রমিতালি'

গান ও অভিনয়ের পাশাপাশি শিক্ষকতা করেন তাহসান। এবার নাটকেও নিজের পছন্দের পেশায় দেখা যাবে তাকে।

তবে এখনকার সময় নয়, গল্পের এই শিক্ষককে উপস্থাপন করা হচ্ছে আশির দশকের প্রেক্ষাপটে।  

‘অনামিকা’ নামের নাটকটির সময়কাল ১৯৮৮ সাল। তাই গোফ, মোট চশমা, সাদাসিধে পোশাক পরে অভিনয় করছেন তাহসান। তার চরিত্রের নাম মাসুদ।  

গল্পে দেখা যাবে, দুই বান্ধবী মায়া আর লতা থাকে রাজশাহীতে। তাদের শখ চিঠির মাধ্যমে কথা বলা। একদিন লতাকে দেওয়া মায়ার চিঠি ডাকবিভাগের ভুলে মাসুদের হাতে গিয়ে পড়ে।  

মাসুদ সিলেটের একটি কলেজের ইংরেজি শিক্ষক। মায়ার লেখা চিঠির ভাষাগুলো মুগ্ধ করে তাকে। সে চিঠির উত্তর পাঠানো শুরু করে মায়াকে। এভাবে পত্রমিতালিতে প্রেম হয়ে যায় মাসুদ ও মায়ার।

‘অনামিকা’ প্রসঙ্গে তাহসান বললেন, ‘আশির দশকের প্রেমকে ঘিরেই নাটকটি তৈরি হচ্ছে। তাই সাজ-পোশাকে ভিন্নতা আনতে হয়েছে। এমন সাজে দর্শক আমাকে আগে দেখেনি। ’    

মায়া চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। মায়ার বান্ধবী লতার ভূমিকায় আছেন শারমিন আঁখি। নাটকটি লিখেছেন ও পরিচালনা করছেন শিহাব শাহীন। ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে ‘অনামিকা’।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।