ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

নতুনভাবে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৯, জুন ২৪, ২০১৬
নতুনভাবে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’

১৯৯৮ সালের ব্যবসাসফল হাসির ছবি ‘বড়ে মিয়া ছোটে মিয়া’য় অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ও গোবিন্দ। দু’জনকেই এতে দেখা গেছে দ্বৈত চরিত্রে।

১৮ বছর পর এটি রিমেক হতে যাচ্ছে।

নতুন ছবিতে অন্তত একটি দৃশ্যে হলেও অমিতাভ-গোবিন্দ জুটিকে হাজির করতে চান প্রযোজক ভাসু ভাগনানি। তার সঙ্গে ছবিটি নির্মাণে হাত মিলিয়েছে ইরোস ইন্টারন্যাশনাল। আগেরটি ডেভিড ধাওয়ান পরিচালনা করলেও নতুন ছবি কার দায়িত্বে যাবে তা চূড়ান্ত হয়নি।

মুম্বাই মিররের খবর, বড় মিয়া আর ছোট মিয়া হিসেবে ভাবা হচ্ছে অক্ষয় কুমার ও সিদ্ধার্থ মালহোত্রাকে। তারা গত বছর ‘ব্রাদারস’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন তারা।

প্রযোজক বাসু ভাগনানি জানান, ‘বড়ে মিয়া ছোটে মিয়া’র পাশাপাশি গোবিন্দ ও কারিশমা কাপুর অভিনীত ‘হিরো নাম্বার ওয়ান’ (১৯৯৭) ছবিটি রিমেকের পরিকল্পনা করা হয়েছে। তার দাবি, রিমেক হলেও দর্শকের কাছে এগুলো সিক্যুয়েলই মনে হবে।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।