ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

রাতজাগা দর্শকদের সামনে জেনি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪০, জুন ২৪, ২০১৬
রাতজাগা দর্শকদের সামনে জেনি নওরিন হাসান খান জেনি-ছবি: নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিয়ের পর জনপ্রিয় অভিনেত্রী, মডেল জেনি দর্শকদের সামনে খুব একটা আসেননি। বিশেষ করে ব্যক্তিজীবন নিয়ে সচরাচর কথা বলেন না তিনি।

তবে এ নিয়ে কৌতূহল তো আছেই। ভক্ত-দর্শকদের সেই কৌতূহল মিটতে যাচ্ছে।  

আরটিভির ‘লেট নাইট কফি’ অনুষ্ঠানে এবার অতিথি থাকছেন জেনি। সেলিব্রেটি লাইভ টিপস অ্যান্ড ফান বিষয়ক এ আয়োজনে জীবনের উত্থান-পতন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন তিনি।  

মারিয়া নূর ও তৌসিফের উপস্থাপনায় আরটিভিতে শনিবার (২৫ জুন) রাত ১২টা ১ মিনিটে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি। প্রযোজক সোহেল রানা বিদ্যুত জানালেন, এটি মূলত রাতজাগা দর্শকদের জন্য।

দীর্ঘদিনের প্রেমের পর গত বছরের ৩১ জুলাই চ্যানেল নাইনের অনুষ্ঠান বিভাগের প্রধান তানভীর খানকে বিয়ে করেন জেনি। এর আগে নির্মাতা অমিতাভ রেজার সঙ্গে তার চার বছরের সংসার জীবন ছিলো।  

বাংলাদেশ সময় : ০২৩৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।