ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

নাটকের আইটেম গানে চার তারকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১০, জুন ২২, ২০১৬
নাটকের আইটেম গানে চার তারকা

দুই বন্ধু ও তাদের প্রেমিকার মজার সব কর্মকান্ড নিয়ে তৈরি হলো ইমরাউল রাফাত পরিচালিত ‘সেন্টিমেন্টাল’। এতে অভিনয় করছেন মিশু সাব্বির, অ্যালেন শুভ্র, ঈশিকা খান ও তাসনোভা এলভিন।

এই চার অভিনয়শিল্পীকে নাচতে দেখা যাবে একটি আইটেম গানেও।  

সম্প্রতি সাভারের মমতা পল্লী রিসোর্টে এর দৃশ্যায়ন হয়েছে। জানা গেছে, নাটকের মাঝামাঝি দেখানো হবে এই নাচ। এর কোরিওগ্রাফার খালেদ মাহমুদ। গানটির শিরোনাম ‘প্রেমিক আমি বেঈমান’। অবশ্য ‘সেন্টিমেন্টাল’ নাটকের থিম সং হিসেবে ব্যবহৃত হবে গানটি। গেয়েছেন আরাফাত মহসিন। তৈরি করেছে স্টুডিও ফিফটি এইট।  

আইটেম গান প্রসঙ্গে তাসনোভা এলভিন বাংলানিউজকে বললেন, ‘এই প্রথম কোনো নাটকের গানে নাচলাম। নাচটির জন্য আমরা চারজনই পুরো একদিন মহড়া করেছি। ’

‘সেন্টিমেন্টাল’-এর রচয়িতা ও নির্মাতা ইমরাউল রাফাত বাংলানিউজকে বললেন, ‘ঈদে টিভি চ্যানেলে প্রায় চার-পাঁচশ নাটক প্রচার হবে। তাই বৈচিত্র আনার জন্য এতে একটি রক গানের সঙ্গে নাচ যুক্ত করেছি। আমার ধারণা নাচ-গানের পরিবেশনা নাটকটিতে ভিন্ন মাত্রা যোগ করবে। ’

নাটকটির গল্পে মিশু সাব্বিরের প্রেমিকা এলভিন। মেয়েটিকে অনেক ভয় পায় সে। এজন্য অনেক কিছু লুকিয়ে রাখে। মিশুর বন্ধু অ্যালেন তার প্রেমিকা ঈশিকাকে পালিয়ে বিয়ে করে এবং মিশুর বাবার একটি কটেজে আশ্রয় নেন।  

এদিকে ঈশিকার বাবা মেয়েকে খুঁজে না পেয়ে থানায় জিডি করার ফলে একসময় তারা দুজনেই পুলিশের কাছে ধরা পড়ে। বন্ধুকে সহযোগিতা করার জন্য মরিয়া হয়ে ওঠে মিশু। এভাবে দুই বন্ধুর জীবনে ঘটতে থাকে বেশকিছু মজার ঘটনা। আসছে ঈদে আরটিভিতে প্রচার হবে ‘সেন্টিমেন্টাল’।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুন ২২, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।