ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

ঈদে শফিক তুহিনের ‘চুপকথা রূপকথা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৫, জুন ২১, ২০১৬
ঈদে শফিক তুহিনের ‘চুপকথা রূপকথা’ শফিক তুহিন

নতুন একক অ্যালবামের নাম নির্বাচন করতে ফেসবুক বন্ধুদের স্মরণাপন্ন হয়েছিলেন সংগীতশিল্পী শফিক তুহিন। ‘যাদুর আয়না’ নাকি ‘চুপকথা রূপকথা’? ভক্তদের সর্বাধিক সমর্থনে ঠিক হলো ‘চুপকথা রূপকথা’ নামটি।

 

শফিক তুহিন জানান, ঈদ উপলক্ষে তিনি প্রকাশ করছেন তার পঞ্চম একক অ্যালবাম ‘চুপকথা রূপকথা’। শিল্পীর কথা ও সুরে গানগুলোর সংগীতায়োজন করেছেন জে কে, রেজওয়ান শেখ ও রাফি। ৭টি গানের মধ্যে দুটিতে তুহিনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন লাবণ্য ও দোলা।

‘চুপকথা রূপকথা’ প্রকাশ করছে সুরঞ্জলি। কয়েকদিনের মধ্যে সিডি আকারে গানগুলো প্রকাশ করা হবে। ঈদের পর আসবে একটি গানের ব্যয়বহুল ভিডিওচিত্র।  

অ্যালবাম প্রসঙ্গে শফিক তুহিন বলেন, ‘আমার কণ্ঠে শ্রোতার যে ধরনের গান শুনে অভ্যস্ত, তেমনই কিছু গান থাকছে এখানে। কথা, সুর ও সংগীতায়োজনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি। আশা করছি শ্রোতাদের কাছে গানগুলো উপভোগ্য হবে। ’

‘এর বেশি ভালোবাসা যায় না’খ্যাত কণ্ঠশিল্পী শফিক তুহিনের সর্বশেষ একক ‘আঙুলে আঙুল’ প্রকাশ পেয়েছিলো ২০১৪ সালে।  

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জুন ২১, ২০১৬

এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।