ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

শ্রাবন্তী এখন ঢাকায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, জুন ২১, ২০১৬
শ্রাবন্তী এখন ঢাকায় শ্রাবন্তী -ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দ্বিতীয়বারের মতো ঢাকায় এসেছেন ভারতীয় বাংলা ছবির অভিনেত্রী শ্রাবন্তী। মঙ্গলবার (২১ জুন) সকাল ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তিনি।

   

জাজ মাল্টিমিডিয়ার আমন্ত্রণে শ্রাবন্তীর এই সফর। ঈদে মুক্তি প্রতীক্ষিত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’র প্রচারে অংশ নিতে ঢাকায় এসেছেন জনপ্রিয় এই নায়িকা। দেশের শীর্ষ অভিনেতা শাকিবের সঙ্গে জুটি বেঁধে এটিই যৌথ প্রযোজনার প্রথম ছবি তার।  

 জানা গেছে, দু’দিনের ঢাকা সফরে সংবাদিকদের সাথে সাক্ষাত করবেন তিনি। ‘শিকারী’র প্রমোশনে অংশ নেবেন বিভিন্ন টিভি অনুষ্ঠানেও। ২৩ জুন সকালের ফ্ল্যাইটে কলকাতা ফিরে যাবেন শ্রাবন্তী চ্যাটার্জি।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুন ২১, ২০১৬
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।