ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

‘ঘাড়ত্যাড়া মজনু’ জাহিদ হাসান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৬, জুন ২০, ২০১৬
‘ঘাড়ত্যাড়া মজনু’ জাহিদ হাসান ‘ঘাড়ত্যাড়া মজনু’ নাটকে জাহিদ হাসান ও তানজিন তিশা

মজনুর প্রধান সমস্যা হলো সে প্রচন্ড রাগী। কথায় কথায় রেগে যায়।

মা-বাবা, ভাই-বোন, প্রতিবেশী সবাই তাকে এই রগচটা স্বভাবের জন্য ভয় পায়। এই কারণে সবাই তাকে ঘাড়ত্যাড়া মজনু নামে ডাকে। একদিন ভোরে ঘুম ভাঙার পর দেখা যায় সত্যি সত্যি মজনুর ঘাড়টা বাকা হয়ে গেছে! 

পীর ফকির দেখিয়েও প্রতিকার পাওয়া যায় না। লজ্জায় সে রাস্তায় বের হতে পারে না। বোরকা পরে বের হয়। বাবা ভাবেন ছেলের একটা বিয়ে দিতে পারলে হয়তো এই সমস্যার সমাধান হবে। হয়ও ঠিক। মেয়ের বাড়ি থেকে লোকজন আসে তাকে দেখতে। সেই দিনই মজনুর ঘাড় ঠিক হয়ে যায়।

‘ঘাড়ত্যাড়া মজনু’ নাটকে এই মজনু চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। তার সঙ্গে আছেন তানজিন তিশা, মিলন ভট্টসহ অনেকে।  

মাছরাঙা টেলিভিশনের ঈদ আয়োজনে থাকছে ছয় পর্বের ‘ঘাড়ত্যাড়া মজনু’। লিখেছেন লিটু সাখাওয়াত, পরিচালনা করেছেন রুমান রুনি। ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটকটি।  

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জুন ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।