ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

বলিউডে রিমেক হচ্ছে হলিউডের ‘রেড’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৮, জুন ২০, ২০১৬
বলিউডে রিমেক হচ্ছে হলিউডের ‘রেড’

টিভি সিরিজ ‘২৪’ (পড়ুন টোয়েন্টি ফোর)-এর দ্বিতীয় মৌসুমে জয় সিং রাঠোর চরিত্রে ফিরেছেন বলিউড অভিনেতা অনিল কাপুর। পশ্চিমের সিরিজটির স্বত্ত্ব এনে দারুণ সাড়া পেয়েছেন তিনি।

এবার হলিউডের দুঃসাহসিক গল্পের ছবি ‘রেড’-এর রিমেক প্রযোজনা করছেন ৫৯ বছর বয়সী এই তারকা।  

‘রেড’ ছবিটি মুক্তি পায় ২০১০ সালে। এতে অভিনয় করেন ব্রুস উইলিস, মর্গান ফ্রিম্যান, জন ম্যালকোভিচ, হেলেন মিরেন, কার্ল আরবান ও ম্যারি-লুইস পার্কার। এর গল্প অবসরপ্রাপ্ত সিআইএ এজেন্ট ফ্রাঙ্ক মোসেসকে ঘিরে। এক ভয়ঙ্কর সন্ত্রাসীর লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার পর তিনি নিজের পুরনো দলের সদস্যদের একত্র করেন। তাদের লক্ষ্য আততায়ীদের প্রতিরোধ করা। ২০১৩ সালে মুক্তি পেয়েছে ছবিটির দ্বিতীয় কিস্তি ‘রেড টু’।  

রিমেকে কারা অভিনয় করবেন তা এখনও ঘোষণা করা হয়নি। তবে ‘দিল ধাড়কানে দো’ তারকা অনিল কাপুর একটি চরিত্রে থাকবেন বলে আশা করা হচ্ছে। ছবিটি পরিচালনা করবেন ‘২৪’ টিভি সিরিজের নির্মাতা অভিনয় দেও।  

বাংলাদেশ সময় : ১১০২ ঘণ্টা, জুন ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।