ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

এক নাটকে একজনেরই ছয় রূপ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৮, জুন ১৯, ২০১৬
এক নাটকে একজনেরই ছয় রূপ!

কখনও তিনি গ্রামের আড়ৎদার, কখনও চেয়ারম্যান, মাতুব্বর, নেতা, আবার কখনও নারী পাচারকারী। প্রতিটি চরিত্রই সমাজে বিরাজমান মুখোশের অন্তরালে লুকিয়ে থাকা মন্দ মানুষের।

সব চরিত্রই আবার কাল্পনিক। একজন লেখক তার লেখা চরিত্রগুলো নিজের মধ্যে কল্পনা করেন।

সব চরিত্রেই অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। ‘নিশিপুত্র’ নামের নাটকে ছয়টি চরিত্রে দেখা যাবে তাকে। নাটকটির পরিচালক ফরিদ উদ্দিন মোহাম্মদ বাংলানিউজকে বলেন, ‘গ্রামে বিভিন্ন পেশার মানুষ থাকে, এমনই ছয়টি ভিন্ন চরিত্রে থাকছেন আজাদ আবুল কালাম। চলাফেরা, পোশাক, মেকআপ এমনকি কণ্ঠস্বর পরিবর্তন করে চরিত্রগুলো ফুটিয়ে তুলেছেন তিনি। ’

‘নিশিপুত্র’ নাটকে আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ এবং মৌটুসী বিশ্বাস। গ্রামের নিম্নবর্গের অসহায় মানুষ শতাব্দী। ষড়যন্ত্রের শিকার হয়ে চোরের অপবাদ মাথায় নিয়ে একপর্যায়ে নিজেই চোর হয়ে ওঠেন তিনি। চোরের বউয়ের ভূমিকায় অভিনয় করেছেন মৌটুসী। এই গল্পের মধ্যে আজাদ আবুল কালাম ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হবেন।

মোহাম্মদ ইকবাল হোসেনের গল্প অবলম্বনে 'নিশিপুত্র' নাটকের চিত্রনাট্য তৈরি করেছেন দয়াল সাহা ও ফরিদ উদ্দিন মোহাম্মদ। সম্প্রতি নারায়নগঞ্জে এর চিত্রায়ন  হয়েছে। নাটকটি দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে কোরবানি ঈদ পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
জেএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।