ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

ছদ্মবেশে মাছ বিক্রি করছেন চঞ্চল চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২০, জুন ১৯, ২০১৬
ছদ্মবেশে মাছ বিক্রি করছেন চঞ্চল চৌধুরী বিজ্ঞাপনচিত্রের দৃশ্যে চঞ্চল চৌধুরী

‘জীবনে অনেক অভিনয় করছি। এবার রিয়েল অভিনয় করবো।

দোয়া করবেন। মাছ লইবেন মাছ…?’ ক্যামেরার দিকে তাকিয়ে কথাগুলো বলে রাস্তায় বেরিয়ে পড়লেন অভিনেতা চঞ্চল চৌধুরী। উদ্দেশ্য ভ্যানে করে মাছ বিক্রি।

পরচুলা, গোঁফ, কালো রঙের মেকআপ, ময়লা শার্ট আর লুঙ্গি পরা চঞ্চলকে চেনার উপায় নেই। একটি বিজ্ঞাপনচিত্রে জনপ্রিয় এই মডেল-অভিনেতা মাছ বিক্রেতার ভূমিকায় হাজির হয়েছেন। স্বপ্ন আউটলেটের মাছের গুণগান গেয়েছেন তিনি। অন্তর্জাল দুনিয়ায় এই বিজ্ঞাপনে প্রশংসা পাচ্ছেন চঞ্চল।

গাওসুল আলম শাওনের মূল ভাবনায় বিজ্ঞাপনটি তৈরি করেছেন অমিতাভ রেজা। এই নির্মাতার প্রথম ছবি ‘আয়নাবাজি’র নাম ভূমিকায়ও আছেন চঞ্চল। ছবিটিতেও ছদ্মবেশি একটি চরিত্রে দেখা যাবে তাকে। অচিরেই মুক্তি পাবে এটি।  

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।