ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

ঈদে কবরীর হাসির নাটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৬, জুন ১৯, ২০১৬
ঈদে কবরীর হাসির নাটক সারাহ বেগম কবরী

বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব সারাহ বেগম কবরী অভিনয়ে নিয়মিত নন। দ্বিতীয় চলচ্চিত্র পরিচালনার ঘোষণা দিলেও কাজ শুরু করেননি তিনি।

কালেভদ্রে তৈরি করছেন নাটক-টেলিছবি। এবার ঈদে নতুন পরিচয়ে হাজির হচ্ছেন কবরী। প্রথমবারের মতো হাসির নাটক তৈরি করেছেন তিনি।   

বাংলানিউজের সঙ্গে আলাপে রোববার (১৯ জুন) কবরী বলেন, ‘গতানুগতিক কাজ করতে ভালো লাগে না। তাই আগের নাটকের সঙ্গে নতুনটির কোনো মিল নেই। এটা অনেকটা হাসির নাটক। যদিও জানি যে, খুব বেশে মানুষ টিভি দেখেন না। তবু ঈদের দর্শকদের টার্গেট করেই এটা বানিয়েছি। কাজ করে ভালোও লেগেছে। ’  

মে মাসের শেষ সপ্তাহে রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং করেছেন কবরী। এর নাম ‘তুমি ভালো থেকো’।  এতে অভিনয় করেছেন রিয়াজ, সুমাইয়া সুমি ও ঈষিকা। এটি ঈদ উপলক্ষে প্রচার হবে বাংলাভিশনে।

নাটক সম্পর্কে রিয়াজ জানান, গল্প নির্বাচনে কবরী সাধারণত ব্যতিক্রমী কিছু পছন্দ করেন। এটিও তেমনই। আর নাটকটিতে চমকও আছে। কবরী রিয়াজকে নিয়ে ‘আবার আসিবো ফিরে’ ধারাবাহিক নির্মাণ করেছিলেন। এটি প্রচার হয়েছিলো চ্যানেল আইতে।  

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।