ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

বিচ্ছেদের পথে নন্দিতা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩০, জুন ১৯, ২০১৬
বিচ্ছেদের পথে নন্দিতা? সুবোধ মাসকারা ও নন্দিতা দাস

বলিউডের আরেক দম্পতি বিচ্ছেদের পথে এগোচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। অভিনেত্রী নন্দিতা দাস ও তার স্বামী সুবোধ মাসকারার দাম্পত্য জীবনে নাকি ফাটল দেখা দিয়েছে।

ছয় বছর ধরে ভালোই চলছিলো তাদের সংসার।  

তবে এসব গুঞ্জন ডাহা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন নন্দিতার স্বামী। তিনি বলেন, ‘হাজি আলির কাছাকাছি একটি বাড়িতে একসঙ্গেই থাকি নন্দিতা আর আমি। তাছাড়া আমরা পুত্র ভিহানকে নিয়ে ফ্রান্সে বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করেছি। কিন্তু দুর্ভাগ্য যে আমার বাবা তিন দিন আগে পরলোকগমন করেছেন। ’ 

শোনা যাচ্ছে, ঘন ঘন ঝগড়ার কারণে স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে নন্দিতার। সাম্প্রতিক সময়ে আইনজীবীদের সঙ্গে ঘনঘন দেখা করেছেন ৪৭ বছর বয়সী এই তারকা। এ কারণেই মূলত তার বিয়ে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে।  

যদিও সুবোধের মন্তব্য- 'কোন সংসারে ঝগড়া হয় না বলুন তো?' তিনি আরও বলেন, 'আমরা বিয়ের কথা সংবাদমাধ্যমের সামনে খোলাখুলিভাবে জানিয়েছি। যদি আমরা আলাদা হয়ে যাই সেটাও  জানাবো। তাহলেই আপনারা ছাড়াছাড়ির সঠিক কারণ লিখতে পারবেন। ’

নন্দিতা দাস এর আগে সৌম্য সেনকে বিয়ে করেছিলেন। কিন্তু ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। ২০১০ সালের ২ জানুয়ারি সুবোধ মাসকারাকে বিয়ে করে মুম্বাইয়ে আসেন বলিউডের এই অভিনেত্রী।  

বাংলাদেশ সময়:  ১১২০ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।