ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

তিনজনের জন্মদিন, কতো মিল! 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫১, জুন ১৮, ২০১৬
তিনজনের জন্মদিন, কতো মিল!  (বাঁ থেকে) ফেরদৌসী মজুমদার, আতাউর রহমান ও ত্রপা মজুমদার

দেশের দুই গুণী নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান ও ফেরদৌসী মজুমদারের একই দিনে জন্ম। শনিবার (১৮ জুন) আতাউর রহমানের ৭৫তম আর ফেরদৌসী মজুমদারের ৭৩তম জন্মদিন।

স্বাধীনতার পর থেকে তারা নাট্যচর্চাকে ঋদ্ধ করে চলেছেন নিরলস।

কাকতালীয় হলো, দু’জনেরই গ্রামের বাড়ি নোয়াখালীতে! আতাউর রহমান ১৯৪১ সালে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। আর ফেরদৌসীর জন্ম ১৯৪৩ সালে। এদিকে ১৮ জুন ফেরদৌসীর কন্যা ত্রপা মজুমদারেরও জন্মদিন।  

১৯৬৮ সাল থেকে নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে যুক্ত আছেন আতাউর রহমান। আর ফেরদৌসী মজুমদার স্বাধীনতা উত্তরকালে টিভি ও মঞ্চে সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন। ধারাবাহিক নাটক ‘সংশপ্তক’-এর হুরমতি চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসিত হন। ফেরদৌসী ও রামেন্দু মজুমদার দম্পতির সন্তান ত্রপা মায়ের মতোই আছেন থিয়েটার বেইলি রোডের সঙ্গে।

তিন নাট্যশিল্পী জন্মদিন উপলক্ষে বাংলানিউজ পরিবারের পক্ষ থেকে রইলো আন্তরিক শুভেচ্ছা। শুভ জন্মদিন।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
জেএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।