ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

নাম নিয়ে সংকটে নিশো-উর্মিলা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৩, জুন ২, ২০১৬
নাম নিয়ে সংকটে নিশো-উর্মিলা! আফরান নিশো ও উর্মিলা শ্রাবন্তী কর

সাব্বির (আফরান নিশো) ভালোবাসে পরী (উর্মিলা শ্রাবন্তী কর) নামের এক তরুণীকে। কিন্তু পরীর আধুনিক চলাফেরায় ঘোর আপত্তি সাব্বিরের পরিবারের।

একসময় ওদের সম্পর্কে ফাটল ধরে। পরিবার সাব্বিরের বিয়ে ঠিক করে অন্য এক তরুণীর সঙ্গে। কাকতালীয়ভাবে ওই পাত্রীর নামও পরী। নাম ও এর বিভ্রান্তি নিয়ে তৈরি হয়েছে নাটক ‘নাম কি’।

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও উর্মিলা শ্রাবন্তী কর। পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। আসছে ঈদে এটি প্রচার হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে।  

আফরান নিশো এরই মধ্যে ঈদের কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন। সবশেষ কাজ করলেন সাজ্জাদ সুমনের ‘ঘ্রাণ বাবা’র। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়িকা নিপুন। চ্যানেল আইতে থাকছে  ‘ঘ্রাণ বাবা’।  

অন্যদিকে উর্মিলা ব্যস্ত আছেন তানিম রহমান অংশুর নাটক ‘ক তে কাজী, খ তে…’। এই নাটকটিও এবারের ঈদে যেকোনো বেসরকারি চ্যানেলে প্রচার হবে। এতে উর্মিলার বিপরীতে থাকছেন তাহসান।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুন ০২, ২০১৬
জেএম/এসও
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।