ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

বোন নন, তবু তারা ‘থ্রি সিস্টার্স’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, জুন ২, ২০১৬
বোন নন, তবু তারা ‘থ্রি সিস্টার্স’

দেশের তিন জেলা থেকে ঢাকায় পড়াশোনা করতে আসে তিনজন মেয়ে। ভিন্ন পরিবেশ থেকে এলেও তারা একে অপরের সহযাত্রী হয়ে ওঠে।

তাদের জীবনে ঘটতে শুরু করে নানা ধরণের ঘটনা। এসব নিয়েই ধারাবাহিক নাটক ‘থ্রি সিস্টার্স’-এর গল্প।

এ তিন তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা, সাফা কবির ও তারিন রহমান। এ ছাড়াও আছেন আবুল হায়াত, নিলয়, মৌসুমী হামিদ, তানিয়া হোসাইন, শামীমা তুষ্টি, সুজানা, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, সালমান মোক্তাদির, শামীমা নাজনীন, বাপ্পী আশরাফ প্রমুখ।

নাটকটির পরিচালক আশুতোষ সুজনের সঙ্গে যৌথভাবে এটি লিখেছেন শেখ কোরাশানি। আহমদ ছফার লেখার ভাব নিয়ে তৈরি হয়েছে এর সূচনা সংগীত। এটি গেয়েছেন আহমেদ হাসান সানী। বাংলাভিশনে ৩ জুন থেকে সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত সোয়া আটটায় প্রচার হবে ‘থ্রি সিস্টারস’।

বাংলাদেশ সময় : ১৪৩১ ঘণ্টা, জুন ০২, ২০১৬
জেএইচ/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।